আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মুহতারাম,
জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূম, মাসকান্দা, মোমেনশাহী, বাংলাদেশ আপনাদের সুপরিচিত একটি আবাসিক কওমী দ্বীনি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নূরানী, নাযিরা ও হিফয বিভাগসহ মাদরাসা শিক্ষার প্রাথমিক স্তর শিশু শ্রেণী হতে সর্বোচ্চ স্তর তাকমীল-দাওরায়ে হাদীস (মাস্টার্স) এবং উচ্চতর শিক্ষা ইফতা বিভাগ (ফতোয়া বিভাগ) পর্যন্ত ৩৪ জন সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষক এবং ১৪ জন সুদক্ষ কর্মচারীর তত্ত্বাবধানে আটশতাধিক ছাত্র ইলমে দ্বীন শিক্ষারত। ছাত্রদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা, গণিত, ইংরেজী, ইতিহাস ও ভূগোল প্রভৃতি প্রয়োজনীয় বিষয়ও শিক্ষা দেয়া হয়। এ বছর জামিয়া হতে ৩৫ জন ছাত্র ইফতা, ২৭ জন ছাত্র দাওরায়ে হাদীস ও ২৮ জন ছাত্র হিফজ ফারেগ হয়েছে। ছাত্রদের অধিকাংশই গরীব, এতিম ও অসহায়। তন্মধ্যে ২৫০ জন গরীব, এতিম ও মেধাবী ছাত্রকে জামিয়ার গোরাবা ফান্ড হতে ফ্রি খানা দেওয়া হয়েছে। উক্ত গোরাবা ফান্ড আপনাদের দেয়া যাকাত, ফিতরা, মান্নত, সদকা, কুরবানীর চামড়ার টাকা ও আনসার কাফেলার চাউল বা চাউলের মূল্য ইত্যাদি দ্বারা পরিচালিত হয়। আগামী শিক্ষাবর্ষে ২৫০ জন ছাত্রের খোরাকীর জন্য গোরাবা ফান্ডের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ।
আসন্ন পবিত্র মাহে রমযান ১৪৪৫ হিজরী-২০২৪ ঈসায়ী উপলক্ষে আপনার খিদমতে বিশেষ আবেদন যে, আপনার যাকাত, ফিতরা, মান্নত, সদকা, কাফফারা, ফিদিয়া ও আনসার কাফেলার চাউল বা চাউলের মূল্য ও অন্যান্য দানের একটি বিশেষ অংশ জামিয়ার গোরাবা ফান্ডে এবং অন্যান্য ফান্ডে দান করে সদকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন।
বিনীত
দেলাওয়ার হোসাইন
মুহতামিম
যারা দান করতে চান তারা সরাসরি জামিয়ায় এসে দান করতে পারেন অথবা
নিম্নোক্ত ব্যাংক বা মোবাইল মাধ্যমে দান পাঠাতে পারেন ।
জামিয়ার ব্যাংক একাউন্ট
জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূম
মুদারাবা সেভিংস একাউন্ট নং-
Account Name: Jamia Arabia Miftahul Uloom
Account No: 20501400200857114
Branch: Mymensingh
Swift code: IBBLBDDH140
Islami Bank Bangladesh Limited
মসজিদের ব্যাংক একাউন্ট
জামিয়া আরাবিয়া আল আমান জামে মসজিদ
মুদারাবা সেভিংস একাউন্ট নং-
০২২১১২০০৫০২৬২
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড
ময়মনসিংহ শাখা, ছোট বাজার, ময়মনসিংহ
নগদ নম্বর : ০১৭১৬-৮২৭৭৪৩ (পার্সোনাল)
বিকাশ পারসোনাল : +8801976-827743