আনসার কাফেলার সদস্য হওয়ার আবেদন

মুহতারাম,
জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূম, মাসকান্দা, মোমেনশাহী আপনাদের সুপরিচিত একটি আবাসিক কওমী দ্বীনি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। জন সাধারণের সাহায্যে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। গরীব ও এতীম ছাত্রদের খাবার বাবদ সহযোগীতার মাধ্যমে দ্বীন দরদী মুসলমানগণকে সহজে ইলমে দ্বীনের খিদমত এবং সদকায়ে জারিয়ার শরীক করার জন্য অত্র প্রতিষ্ঠানে আনসার কাফেলা নামে একটি দাতা কাফেলা গঠন করা হয়েছে। প্রতি বছর ৫০ কেজি চাউল অথবা এর মূল্য দ্বীনি ইলম অর্জন করতে আসা লিল্লাহ বোর্ডিং নিবাসী গরীব-এতীম ও অসহায় ছাত্রদের খাবার বাবদ গোরাবা ফান্ডে প্রদান করে আপনিও শরীক হতে পারেন এ মোবারক কাফেলায় আল্লাহ তায়ালা ইরশাদ করেন
হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনসার ( সাহায্যকারী) হও। সূরা আস-সাফ, আয়াত – ১৪ কে আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে। অত:পর আল্লাহ তাকে দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহই সংকুচিত করেন এবং তিনিই প্রশস্ততা দান করেন এবং তার নিকট তোমরা সবাই ফিরে যাবে। সুরা বাকারাহ , আয়াত – ২৪৫।
নবী করীম সা. ইরশাদ করেন মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমলের সওয়ার সে মৃত্যুর পরও পেতে থাকে। ১. সদকায়ে জারিয়া। ২. যে ইলম দ্বারা উপকৃত হয় ৩. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। মুসলিম শরীফ
অতএব, আপনার খিদমতে বিশেষ আবেদন নির্ধারিত ফরম পূরণ করে আনসার কাফেলার সদস্য হয়ে প্রতি বছর ৫০ কেজি চাউল বা এর মূল্য গোরাবা ফান্ডে প্রদান করে ইলমে দ্বীনের খিদমত ও সদকায়ে জারিয়ার সওয়ার হাসিল করুন।
বিনীত
দেলাওয়ার হোসাইন
মোহতামিম

+88017168027743